কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে পাটগ্রামকে সুরক্ষিত রাখতে যে মানুষটি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হচ্ছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপক কুমার দেব শর্মা। তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দায়িত্বশীল ভুমিকা ছিলো চোখে পড়ার মতো।করোনার চলমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গত ১৯ মার্চ হতে চলতি মাসের ২৬ এপ্রিল পর্যন্ত ৩০টি মোবাইল পরিচালনায় মামলা হয়েছে ১২৪ টি এবং মোট জরিমানা করা হয়েছে ১,১৯,৪০০/- টাকা। এছাড়াও এখন পর্যন্ত আইন অমান্য করার দায়ে ১২৪ জনকে সাজা প্রদান করা হয়েছে। সবমিলিয়ে পাটগ্রাম বাসীকে সুরক্ষিত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।