আরিফ রববানীঃ
৬৮হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে ” বাংলাদেশ কে বাঁচাতে হলে বাংলার কৃষককে বাঁচাতে হবে।
পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের মহিয়সী নারী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ফুলপুরে চলমান করোনা পরিস্থিতিতে কৃষককের শ্রমিক সংকট মোকাবেলায় ধান কেটে দিতে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল খান এর নেতৃত্বে জাতীয় তরুণ পার্টির নেতৃবৃন্দ।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পরেছেন হাজারো কৃষক, দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী মানুষ। এদিকে কৃষকের রোপনকৃত বোরো ধান এরইমধ্যে পাকতে শুরু করছে। অপরদিকে দেশের অনেক জেলা উপজেলায় কালবৈশাখীর ছোবলে ক্ষতির সমূখীন হয়ে পড়েছেন কৃষক। উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে দু:চিন্তায় আছেন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এ কৃষক সমাজ। বিশেষ করে ছোট-মাঝারী শ্রেণীর কৃষক ও বর্গা চাষীদের চিন্তার কোন অন্ত নেই।
এমতাবস্থায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের বিভিন্ন জায়গায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে মাঠে নেমেছে জাতীয় তরুণ পার্টি । এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল খান এর নেতৃত্বে তাঁর অনুসারীদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
২৬ এপ্রিল শনিবার এ কাজের প্রথম দিনে ফুলপুর উপজেলার ১০ নং বউলা ইউনিয়ন এর পুরান নাগর গ্রামের নজরুল ইসলাম এর জমির ধান কেটে আটি বেধে বাড়িতে পৌঁছে দিয়েছেন পল্লীবন্ধুর আদর্শ নিয়ে গঠিত জাতীয় তরুণ পার্টির নেতৃবৃন্দ।
ছোট-মাঝারী শ্রেণীর এই কৃষকের ধান কাটা, আটি বাধা ও বাড়িতে পৌঁছে দিতে জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউছার আহমেদের সাথে শারীরিক শ্রম দিয়ে অসহায় কৃষকদের সহায়তা করছেন তাদের মধ্যে
আরও ১০-১২ জন অনুসারী ।
তরুণ পার্টির আহবায়ক কাউসার এই প্রতিনিধি কে জানান, কৃষক বান্ধব সরকারের মাননীয় বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি। পল্লীমাতার নির্দেশনায় তরুণ পার্টির নেতাকর্মীরা অসহায় কৃষকদের বোরো ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন।
পল্লীমাতার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপেক্ষাকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি। তিনি বলেন, দরিদ্র কৃষক নজরুল ইসলামের ক্ষেতের ধান কাটার মাধ্যমে আমরা এই মিশন শুরু করেছি। ময়মনসিংহ জেলার যে কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দারিদ্রতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা তরুণ পার্টি ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি। তাদের এ ধানকাটা কর্মসুচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দরিদ্র কৃষক নজরুল ইসলাম আবেগ জড়িত কন্ঠে বলেন, জাতীয় তরুণ পার্টির নেতাকর্মীদের সহায়তায় জমির পাকা ধান ঘরে তুলতে পেরে তিনি খুব খুশি ও স্বস্থি ফিরে পেয়েছেন। তিনি আরও জানান, আজ যদি কাউছারের নেতৃত্বে তাদের ধান কেটে না দিতেন তাহলে হয়তোবা ধান মাঠেই থেকে যেতো। আমি ক্ষেতের পাকা ধান কাটা নিয়ে খুব দু:চিন্তায় ছিলাম। হঠাৎ একদল ছেলে আমার ক্ষেতের ধান কেটে দেয়ার কথা বললে আমি প্রথমে বিশ্বাস করিনি। পরে তাদের কথায় রাজি হওয়ায় তারা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছেদেন।
তিনি আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা। তবে এর বিনিময়ে তাদেরকে কিছু খাওয়াতেও পারিনি।
এবছর একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে আগাম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার আশংকায় খুব দু:চিন্তাগ্রস্থ থাকায় জাতীয় তরুণ পার্টির নেতাকর্মীদের সহায়তায় ক্ষেতের ধান ঘরে তুলতে পেরে খুবই খুশি হয়েছেন নজরুল । দূর্যোগকালীন সময়ে এমন সহায়তার হাত বাড়ানোর জন্য জাতীয় তরুণ পার্টির নেতাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া জানান অসহায় সুবিধাভোগী এ সকল কৃষক।