
লোহাগাড়ার ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও লাইলা- হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ২য় ধাপে কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছে।গত (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ ওয়ার্ড় সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের ঘরে ঘরে মানবিক সহায়তা পৌঁছে দেন।
রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে শাহাব উদ্দিন চৌধুরীর মানবিক সহায়তা পেয়ে খুশি হয়েছেন পরিবারগুলো।
উল্লেখ্য লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও লাইলা- হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে
লোহাগাড়া উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রকসী সিকদার কে ৫০ অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা দিয়েছিলেন।
এ ব্যাপারে লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও লাইলা হাকিম ফাউন্ডেশনর চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীর সাথে কথা বলে তিনি জানান। করোনা ভাইরাসের প্রভাব শুরু থেকে আমি লোহাগাড়ার অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে অসহায় মানুষের পাশে আছি এবং আমার সাধ্য মত সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি এর আগে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা দিয়েছিলেন।