কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :
চলমান পরিস্থিতিতে
সোনালী ব্যাংকের আরও ৬ জন কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরও ৬ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন কর্মকর্তা ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।আক্রান্তরা সবাই রংপুর বাজার শাখায় কর্মরত। এ পরিস্থিতিতে শাখাটি বন্ধ করে দেয়া হয়েছে।শনিবার সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল বারেক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে ৭ জন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়। পরে ওই সাত কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। এদের মধ্যে ছয়জনেরই করোনা পজিটিভ আসে।তিনি বলেন, গত বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরেদিন শুক্রবার আরও দুই জনের পজিটিভ আসে। সর্বশেষ শনিবার আরও তিনজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে মোট ছয়জন ওই শাখাটিতে করোনা রোগী শনাক্ত হন। আক্রান্ত ছয়জনই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।তবে সোনালী ব্যাংক লিমিটেড এর যোগ্য অভিভাবক সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান স্যার বিষয় গুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। আমরা আশাবাদী আক্রান্ত সকলেই দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।