Header Image

আলহাজ্ব আমিনুল ইসলামের পাঠানো ইফতার সামগ্রী পৌছে দিলেন পুটিবিলা কর্মহীন অসহায় মানুষের মাঝে

 

ইসমাইল হোসেন সোহাগঃ

পবিত্র মাহে রমজান শুরুর আগ মুহুর্তে থেকে মহামারি ভয়ংকর নোভেল করোনা ভাইরাসে পরিস্থিতিতে পুরো দেশে যখন নিস্তব্ধ, দেশের খেটে খাওয়া সাধারন মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে কর্মহীন ঘর বন্দি অসহায় মানুষের কথা চিন্তা করে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় ২’হাজার ৫’শত পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী উপহার পৌঁছে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আলহাজ্ব আমিনুল ইসলাম অামিন।

আজ ২৭ এপ্রিল”২০২০ইং সোমবার সকাল থেকে শুরু করে পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অসহায় ঘর বন্দি কর্মহীন সাধারন মানুষের ঘরে ঘরে গিয়ে এ ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই ইফতার সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলো, তৈল, লবন, চনা, পিঁয়াছ।

এর কিছু অংশ থেকে লোহাগাড়া উপজেলার ৭নং পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন কর্মহীন অসহায় ঘর বন্দি মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ইসমাইল হোসেন সোহাগ।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ্ কেন্দ্রীয় নেতা অামিনুল ইসলাম আমিন এক জনদরদী নেতা তিনি সব সময় জনগণের খোঁজ খবর রাখেন সে হিসাবে কোন মানুষ যাতে অভূক্ত না থাকে সে জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন যা পুটিবিলা ৮নং ওয়ার্ডের সাধারন অসহায় কর্মহীন ঘর বন্দি মানুষের ঘরে ঘরে সুশৃঙ্খল ভাবে পৌঁছে দিয়েছি। অসহায় ব্যাক্তিরা ইফতার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!