
মৃদুল ধর ভাবন,আশুলিয়াঃ
করোনার ভাইরাসে থাবায় বাংলাদেশ সহ সারা পৃথিবী দিশেহারা, কর্মহীন হয়ে লক্ষ্য লক্ষ্য মানুষ এখন ঘর বন্দী তখন এই কর্মহীন মানুষদের খাদ্য সংকটে পড়েছে। আর এ সময় মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন সেচ্ছাসেবক লীগের আশুলিয়ার থানা কমিটির সহসভাপতি মো: মনির হোসেন। এই ঘরে থাকা মানুষগুলোর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপহার সামগ্রী। প্রায় ১মাস যাবৎ এঅসহায় দুস্থ ও কর্মহীন মানুষদের দিয়ে যাচ্ছেন খাদ্য সামগ্রী নিজে রাতের অন্ধকারে অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছিয়েদেন । মনির হোসেন জানান অব্যাহত থাকবে উপহার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় রমজানেও বিলিয়ে দিচ্ছেন এসব উপহার।
বাংলাদেশও এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এর হাত থেকে বাঁচাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ গণপরিবহন ও শিল্প কারখানা করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এতে করে কাজকর্ম বন্ধ হয়ে দেশের মানুষকে থাকতে হচ্ছে গৃহবন্দী। খাদ্য সঙ্কটে পড়েছে নিম্নআয়ের মানুষ।অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মাননীয় জননেএী বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্রী শেখ হাসিনা দিক নির্দেনায়
এই মানুষগুলো যেন সামাজিক দুরুত্ব ও সঙ্গরোধে থাকে সেইজন্যে তিনি নিয়েছেন এই মহতী উদ্যোগ। পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করা টাকায় প্রায় ৪ হাজার পরিবারের মাঝে ৬ লাখ টাকার উপহার সামগ্রী পৌছে দিয়েছেন। এর ধারাবাহিকতায় ২৫ এপ্রিল রাতে নিম্ন আয়ের ও কর্ম বন্ধ হওয়া আড়াই শতাধিক রিকশা-ভ্যান চালকের মাঝে রমজান উপলক্ষ্যে চাল, ডাল, মুড়ি, খেজুর, আলু ও পেঁয়াজ পৌছে দেন। করোনাকালীন সময়ে এর ধারা অব্যাহত থাকবে বলে জানান মনির হোসেন।তিনি বলেন, করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকার যথেষ্ট পদক্ষেপ নিবেন।