কালিয়া ( নড়াইল ) প্রতিনিধি :
করোনাভাইরাস মোকাবেলায় নড়াইলের কালিয়া পৌর মেয়র ফকির মুসফিকুর রহমান লিটনের ব্যক্তিগত অর্থায়নে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এ চেম্বারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুদা ,কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ , উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল কুমার মল্লিক , উপজেরা ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম শেখ ,উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার মাসুম বিল্লাহ প্রমূখ। কাচঘেরা ডক্টরস সেফটি চেম্বারের মাধ্যমে হাসপাতালের ডাক্তার, নার্স, রোগিসহ অন্যান্য স্টাফদের করোনাভাইরাসের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ কাচঘেরা এ চেম্বারের মধ্যে চিকিৎসকেরা অবস্থান করবেন। সামনে দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাতে ডাক্তাররা রোগির শরীরের তাপমাত্রা, রক্তচাপ নির্ণয়সহ বিভিন্ন পরীক্ষা করবেন। করোনা উপসর্গের সঙ্গে মিল পাওয়া গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে। চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং রোগির কথোপকথন হবে। বহির্বিভাগ এবং জরুরি বিভাগে আসা রোগিদের এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হবে। এক্ষেত্রে হাত-পা ভাঙ্গা বা গুরুতর জখম রোগিরা জরুরি বিভাগ থেকেই চিকিৎসা নিবেন। আর যাদের হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন, তাদের ওয়ার্ডে পাঠানো হবে।