কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের একটি পরিত্যক্ত মুরগীর খামার থেকে ৮শ ৬৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, একটি বাসায় বেশ কিছু সরকারি চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের বাগান বাড়িতে অভিযান চালাই। এই সময় সেখান থেকে বেশ কিছু সরকারি চাল জব্দ করি। এগুলো ডিলারের জিম্মায় রেখে দিয়েছি। তবে তারা বলছে এগুলো ‘পুষ্টি কর্মসূচির চাল’। আমরা তথ্যগুলো যাচাই করছি। তবে পুষ্টি কার্ডধারী যারা রয়েছেন তারাই যেন এই চাল পায় তাই আগামীকাল প্রশাসনের উপস্থিতিতে তা বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে নানা রকম অনিয়ম হচ্ছে। এটি যাতে এই এলাকায় না ঘটে এবং সঠিক মানুষটি যেন সরকারি সহযোগিতা পায় তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে চালগুলো বিতরণের জন্য উত্তোলনের করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের। এদিকে চাল না পেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।তবে একটি মহল দেশের সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি জানান।