Header Image

জলঢাকায় কর্মহীন ট্রাক চালকদের মাঝে এাণ বিতরণ

 

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :

 

চলমান করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও সংক্রামন প্রতিরোধে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার কর্মহীন ট্র্যাক চালকদের ( রেজি নং ১৪৭৬) এর মাজে চাল,
আলু, সাবান সহ প্রয়োজনীয় জরুরি খাদ্য সামগ্রী বিতারণ করেন পৌর মেয়র ফাহামিদ
ফায়সাল কমেট চৌধুরী। এসময় কাউন্সিলগন ও ট্র্যাক চালক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এবিষয়ে জলঢাকা পৌর মেয়র ফাহামিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন আমরা চেষ্টা করছি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলেই এক হয়ে কাজ করার। আমারা সকলেই মিলে জলঢাকা কে করনা মুক্ত রাখবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!