মো: আল-আমিন, টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে আটক টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বাজারে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল- শাহ সুলতান (২৭), মো. হেলাল(৪৩) ও মো. নিজাম(২৮)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান টিসিবির পন্য জব্দ করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের (টঙ্গী জোন) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াইঅংপ্রু মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান করে তাদের আটক করা হয়। তাদের নামে টিসিবির পন্য চুরি করে বাজারে বিক্রির অভিযোগ পাওয়ার পর আমাদের এ অভিযানে নামে পুলিশ।
আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির ডিলার মো. অলিউল্লাহের থেকে ওই পণ্য পাইকারি দরে কিনে খুচরা মূল্যে বিক্রি করার কথা স্বীকার করেন। তিনি আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।