করোনা প্রাদুর্ভাবের কারনে দেশের সার্বিক পরিস্থিতি ও পবিত্র মাহে রমযান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীমের নেতৃত্বে নগরীর মেছুয়া বাজার ও হেজবুল্লাহ রোড পরিদর্শন।
এসময় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক নিশাত মেহের, জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ পাইকারি চাল আড়ৎ সমিতির সভাপতি বিধুভূষণ সাহা, মেছুয়াবাজার পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।