Header Image

পাটগ্রামে মোবাইল কোর্ট প্রাণের নকল সেমাই জব্দ

 

কামরান হাবিব, রংপুর, প্রতিনিধ :

 

দেশের চলমান করোনা পরিস্থিতিতেও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের কৌশলগত সিন্ডিকেট। নকল পণ্যে ভরপুর বাজারে অধিকাংশ দোকান। এমন বাস্তবতায় আজ পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান কর্তৃক পরিচিত মোবাইল কোর্টে
হাতীবান্ধায় উৎপাদিত প্রাণ কোম্পানির নাম ব্যবহার করা নকল সেমাই জব্দ করা হয়েছে । এই সেমাইগুলো প্রাণ কোম্পানির আসল লাচ্চা সেমাই এর প্যাকেট প্রতি ৬ টাকা দামে কম হওয়ায় এই সেমাই বিক্রের প্রতি অসাধু ব্যবসায়ীদের মনোযোগ বেশি। আজকের মোবাইল কোর্টের কাছে হাতেনাতে ধরা এইসকল সেমাই জনসমক্ষে ধংস করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেন এই সকল অন্যায় যারা করে তাদের সাথে কোন কমপ্রোমাইজ নয়।
আজকের অভিযানে ৮ জন ব্যক্তিকে মোট ১,১১,০০০/(এক লক্ষ এগারো হাজার) টাকা জরিমানা করা হয়।এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তবে প্রশাসনের এধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতনমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!