মৃদুল ধর ভাবনঃ
আশুলিয়ার অসহায় মানুষের জন্য যে ব্যক্তি খাদ্য সামগ্রী বিতরণ করেন তার নাম মনির হোসেন ।প্রতিদিনের মত আজও আশুলিয়ার কাঁইচা বাড়ী ও দক্ষীন গাজীচট .ধলপুর পুকুর পাড় এলাকায় ১৫০টি অসহায় এতিম ও দুস্থদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগে সহ সভাপতি মোঃমনির হোসেন নিজের বাবার পৈএিক সম্পদ বিক্রয় করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিজের জীবনকে বাজী রেখে সৃষ্টিকর্তা নিকট সোর্পন করে নিজে হাতে খাদ্য সামগ্রী বিতরন করেন ।নিজের জীবনে মায়া না করে জাতীর জনক বঙ্গুর কন্যা জননেএী শেখ হাসিনার বাংলাদেশের মতো সারা বিশ্বের করোনা ভাইরাসে মহামারী মধো অসহায় দুস্থ কর্মহীন মানুষ কোন ভাবে যাতে কষ্ট না পায় মাননীয় প্রধান মন্রীর কথা স্মরণ করে আমি প্রতিদিন অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছিয়া দিয়ছি প্রতিদিন ।আমি করোনা ভাইরাসে যতদিন কর্ম না থাকবো ততো দিন সৃষ্টিকর্তা সহায় আমি সাধারণ মানুষে পাশ্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করবো । মনির হসেনের আলাপ কালে তিনি আরো বলেন এপযান্ত প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি ।খাদ্য সামগ্রীর মধো চাউল .আলু .ডাউল.ভোঢ.মুরী.
৫০০মিলি শরীষার তৈল খেঁজর অসহায় মানুষের মাঝে বিতরণ করে ।সাধারণ অসহায় শ্রমজীবী মানুষ যেন ঘর থেকে বের না হয় । আপনারা ঘরে থাকবেন .আমার সাথে যোগাযোগ করবেন আমি মনির হোসেন আপনাদের ঘরে খাবার পৌছিয়া দিবো ।মনির হোসেন বলেন আমি আমার জীবনের মায়া করি না আপনাদের সেবা করে মরে যেতে চাই আরো বলেন মানব সেবা বড় সেবা । মানব সেবার উপর কোন সেবা হতে পারে না ।মানবতার ফেরিয়ালা মনির হোসেন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি সহানু পেতে পারে না ওবন্ধু আমি সেই মনির হোসেন অসহায় মানুষের পাশ্বে থাকতে চাই সৃষ্টিকর্তা যেন সে শক্তি ও সাহস আমাকে দেয় মানুষের সেবা করতে পারি ।উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি শহীদুল্লাহ মুস্নী .সমাজ সেবক বাচ্চু মন্ডল সহ ঐ এলাকার ব্যক্তি বর্গ।