মোঃআল-আমিন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে কোরনায় গৃহবন্দী মানুষের মাঝে নিত্যপন্য বিতরন করেছে গ্রীস শাখা ছাত্র লীগের নেতা কর্মীরা। প্রবাস থেকে টঙ্গীতে এটিই প্রথম বারের মত ত্রান বিতরন।
জানাগেছে,করোনায় সারা দেশের মত টঙ্গীতেও গৃহবন্দী হয়ে পড়েছে অসহায় মানুষ।তাদের সাহায্যে সুদূর গ্রীস থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছাত্র লীগের নেতাকর্মীরা।তারা নিজ উদ্যোগে অর্থের যোগান দিয়ে নিত্যপন্য ক্রয় করে বিনামূল্যে বিতরন করছে।
গ্রিস শাখা ছাত্র লীগের সাধারন সম্পাদক মমিন খাঁন যানান, আমরা প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কথা ভূলিনি।তাই আমরা ফন্ড তৈরী করে নিজ উদ্যোগে এলাকার মেহনতী মানুষের মাঝে নিত্যপন্য বিতরন করছি।সামর্থ অনুযায়ী যতদিন পারবো এমন কার্যক্রম চালিয়ে যাবো।
উক্ত ত্রান বিতরনের সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,গ্রিস শাখা ছাত্র লীগের
সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সজীব মাতব্বর,সাংগঠনিক সম্পাদক সফীকুল ইসলাম ফারসি,মোঃ মেহেদী হাসান (হৃদয়),মোঃরাজু হাওলাদার,মোঃনাঈম মাতব্বর,মোঃ শামীম,মোঃ আকাশ খান প্রিন্স,আব্দুর ইয়াসির রহমান দুর্জয়, মোহাম্মদ জয়সহ আরও অনেকে।