Header Image

নান্দাইলে দুই গ্রুপের সংঘর্ষ : বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের নান্দাইলে ২৭ (এপ্রিল) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গৌরীপুর সার্কেলের এডিশনাল এসপি ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী। এডিশনাল এসপি সাখের হোসেন সিদ্দিকীর নেতৃত্বে নান্দাইল থানা পুলিশ দুই গ্রুপের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ। স্থানীয় আওয়ামী লীগ নেতা হাতেম আলী জানান,তাৎক্ষণিক এডিশনাল এসপি ও থানা পুলিশ না আসলে কয়েকটি খুনের মতো ঘটনা ঘটে যেত । পুলিশের তৎপরতার কারণে রক্ষা পায় একাধিক প্রাণ।
ওসি মুনসুর আহমেদ জানান, দুই গ্রুপের মধ্যে মারামারি সংক্রান্ত ৪টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!