ষ্টাফ রিপোর্টারঃ
করোনা হতে সৃষ্ট দুর্যোগে জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নির্দেশ মোতাবেক নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ একই সাথে নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনী ও জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় ২৮শে এপ্রিল জেলাব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব পালনের নির্দেশ অমান্য করে সংক্রামক রোগ বিস্তারে ঝুঁকি সৃষ্টি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা সহ বিভিন্ন আইনে ১২টি মামলায় মোট ১১,৯০০ টাকা দণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না,ফাতেমা তুজ জোহরা,সেগুফতা মেহনাজ,এটিএম আরিফ,আজিজুল হক খান,মনোরঞ্জন বর্মন সকাল-বিকাল পৃথক -পৃথক অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এছাড়াও বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণও অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান-করোনা প্রতিরোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে অভিযান সফল করতে তিনি সকলের সহায়তা প্রত্যাশা করেন।