Header Image

ময়মনসিংহে রওশনের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে জাপা নেতা মুসা সরকারের ত্রাণ বিতরণ।

 

আরিফ রববানীঃ

 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ময়মনসিংহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশন মেনে ঘরে থাকা অসচ্ছল কর্মহীন দুস্থ্য গরীব অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক পল্লীবন্ধু আদর্শে গড়া জাপা নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু মুসা সরকার।

করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ নিস্তব্ধ হয়ে পড়েছে। যত সময় যাচ্ছে, ততই মৃত্যুর হার বাড়ছে । লাগামহীন হয়ে পড়েছে এই ভাইরাস। দ্বিতীয় বিশ্ব যুদ্ধকেও হার মানাতে যাচ্ছে। বাংলাদেশ এর বাহিরে নেই। বাংলাদেশে মৃত্যু ও আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে, দেশের জন্য সুখবর অনেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছে।

প্রতিদিন নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশও এখন কম ঝুকিতে আর নেই। এই ঝুকি ও মৃত্যু কমাতে এবং সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে দেশের মানুষ। বর্তমানে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বেসরকারী সকল প্রতিষ্ঠান, দিন মজুরী ও যানবাহন চলাচলও। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। খাদ্য সংকট দেখা দিয়েছে তাদের ঘরে।

এই সংকটের সময় ময়মনসিংহের সুযোগ্য কন্যা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে কর্মহীন এসব মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু মুসা সরকার । গত এক মাস যাবত পর্যায় ক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। তবে ত্রাণ সামগ্রী বিতরণে তিনি কোন প্রকার ফটোসেশন করেন নি। তিনি জানান-যাদের কে ত্রাণ দেওয়া হয়েছে তারা কোন ভিক্ষুক নয়, সাময়িক সমস্যার কারণে তারা সংকটে পড়েছে। তাই ত্রাণ দেওয়ার নামে ফটোসেশন করে তাদের কে অসম্মান করা ঠিক হবে না বিধায় কোন ফটোসেশন করা হয়নি। তবে করোনা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মুসা সরকার বলেন, দেশ এখন অত্যন্ত সংকট মুহুর্ত সময় অতিবাহিত করছে। সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, যাবনবাহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনগণ র্কমহীন হয়ে পড়েছে। দেশের জনগণ যেন এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে তার জন্যই ঝুকি কমাতে ঘরে থাকাসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে সরকার।সকল মানুষকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার । এর ফলে মানুষের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এই ত্রাণ বিতরণ শুরু করেছেন তিনি । সরকারের পাশাপাশি সমাজের বীত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি। সেই সাথে তিন ফিট দুরত্ব বজায় রেখে জনগণকে চলাচল করতে অনুরোধ করেন তিনি। রাস্তায় আসলেই মাস্ক এবং দিনে ১০-১২ বার ক্ষার জাতীয় সাবান কিংবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন মুসা সরকার ।

মুসা সরকার বলেন, বিশ্বের ২০৩টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকার মত দেশ এই ভাইরাস প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে। সচেতনতাই পারে এই ভাইরাস থেকে জনগণকে মুক্ত রাখতে। সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য জনগলণকে আহবান জানান তিনি। সেইসাথে চোখ, নাক ও মুখে অপরিস্কার হাত না দেয়ার পরামর্শ দেন তিনি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান তিনি। একই সাথে ময়মনসিংহের অসহায় মানুষের পাশে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গকে পাশে থাকার অনুরুধ করেন আবু মুসা সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!