মোঃআল-আমিন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে সবেক চাত্র নেতা হুমায়ূন কবির বাপ্পির উদ্যোগে করোনায় গৃহবন্দী মানুষের মাঝে বিনামূল্যে সব্জী বিতরন করা হয়েছে।এসময় ২৫০ টি পরিবারের মধ্যে নিত্য খাদ্য পন্য বিতরন করা হয়।
জানাগেছে,কোরনার প্রভাবে টঙ্গীর তিস্তাগেট এলাকার মানুষ যখন গৃহবন্দী! ঠিক সেসময় অসহায় পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন হুমায়ুন কবির বাপ্পি।নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোয় স্থানীয় বস্তিবাসী ও অভাবী মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিস্তাগেটের এক বাসিন্দা জানান,দেশের ক্রান্তিকালে অনেক নেতাই যখন ঘরে বসে টিভি দেখায় ব্যস্ত, আমরা চোখে কিছু দেখছিলাম যে আজ কি খাবো।ঠিক সেই সময় আমাদের এলাকার কৃতি সন্তান হুমায়ুন কবির বাপ্পি ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন।
এ ব্যবপারে সাবেক গাজীপুর মহানগর ছাত্র লীগের এই নেতা জানান,টঙ্গী হচ্ছে খেঁটে খাওয়া মানুষের রাজধানী। এখানের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়।টঙ্গী এলাকা লকডাউন থাকায় শ্রমিকরা কাজে যেতে পারছে না।তাদের দুরবস্থা দেখে ঘরে বসে থাকতে পারিনি।প্রথম দিন থেকেই চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর।বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী মহসিন ইসলাম আকাশ, মোস্তফা, টিপু,শরিফ,নয়ন শিকদার,তন্ময়, জুলহাসকে তারা প্রত্যেকেই আমাকে প্রতিনিয়তই সাহায্য করছে।সামনের দিনগুলোতে আবারও মানুষের পাশে থাকার কথাও বলেন হুমায়ুন কবির বাপ্পি।