কামরান হাবিব, রংপুর, প্রতিনিধি :
চলমান করোনা পরিস্থিতিতে পাটগ্রাম বাসীকে সবদিক থেকে সুরক্ষিত রাখতে পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ সহ ভেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে। তারই আলোকে আজ শিউলি বেকারি, ১ং সোনালী চানাচুরের মোড়কে অবাধে বিক্রয় হচ্ছে বুন্দিয়া। আর তৃপ্তি সেমাই, ডিমলার প্যাকেটে এক্সট্রা সিল দিয়ে উৎপাদিত পন্যের মেয়াদ ও দাম উল্লেখ করা হয়েছে। বুড়িমারী বাজারে অভিযান চালিয়ে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।অভিযানে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে জরিমানা ৩৮,০০০/(আটত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে । এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেন এমন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।