আরিফ রববানীঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে করোনায় ঘরে থাকা কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। ।
চলমান মহামারি করোনায় বিপর্যস্ত গোটা দেশ। করোনার প্রাদুর্ভাবে দেশের নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রা অনেকটাই থমকে গেছে। রাস্তার পাশে টং দোকানে চা-বিক্রেতা, রিকশাচালক কিংবা পরিবহন শ্রমিক নিম্ন আয়ের সব পেশার মানুষই এখন অর্থকষ্টে ভুগছেন। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। সংসারের খরচ চালাতে অনেককেই তাই চেয়ে থাকতে হচ্ছে অন্যের মুখের দিকে কিংবা ত্রাণের জন্য। প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে যাওয়া সেইসব অসহায়ব মানুষের মাঝে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) ত্রিশালের বিভিন্ন স্থানে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।