আরিফ রববানীঃ
করোনা ভাইরাস (কোভিড – ১৯ ) সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও জেলায় জেলায় লকডাউন ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন । তার উপরে চলে এসেছে আমাদের প্রবিত্র রমজান মাস। ফলে কর্মজীবীরা একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মুখোমুখি হচ্ছে খাদ্য সংকটে ।
তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টাস ক্লাবের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর বিভাগীয় রিপোর্টাস ক্লাবের সামনে সংগঠনটির সভাপতি উজ্জ্বল খান দুইশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, , লবন, আটা, সাবান, আলু এবং মুড়ি। এছাড়াও রমজানের ঈদের আগেও ওই পরিবার গুলোর মধ্যে ঈদ সামগ্রী বিতরনের কথা জানিয়েছেন উজ্জ্বল খান।
উজ্জল খান বিভাগীয় রিপোর্টাস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালনের পাশা পাশি রাজনৈতিকসহ নানা সমাজ সেবা মূলক কাজের সাথে জড়িত। তিনি ময়মনসিংহের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ীসহ অসহায় মানুষদের বাড়ি গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছেন। কিছু ছিন্ন মুল মানুষের মাঝেও খাবার দেবার ব্যবস্থা করেছেন তিনি ।।
এই কাজে মাঠ পর্যায়ে অসহায় মানুষের খবর নেয়া , খাবার প্রস্তুত ও বিতরনে সহযোগিতায় রয়েছে রিপোর্টার ক্লাবের অন্যান্য সাংবাদিকরা।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য;
মানবতা বেঁচে থাক মানুষের মাঝে,মানুষের কাজে।
উজ্জল খান বলেন-করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে সচেতন হতে হবে তাই ঘরের বাহিরে অযথা ঘুরাঘুরি করতে সকলের প্রতি আহবান জানান তিনি।