বান্দরবানের লামা পৌরসভার লামার মুখ এলাকার কৃষকের জমির পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। গত ২৯ এপ্রিল”২০২০ইং বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ শাহিনের নেতৃত্বে ঝড় বৃষ্টি অপেক্ষা করে রোজা রেখে ৩৫ সদস্যের একটি দল এই ধান কেটে দেয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াছ পারভেজ, সাধারন সম্পাদক মুহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ, সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ বাপ্পী, তথ্য ও বিঙ্ঙান সম্পাদক আল আমিন, বিভাগীয় উপ সম্পাদক মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ শরীফ, উপজেলা ছাত্রলীগের সদস্য নয়ন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাজু, সাধারন সম্পাদক শাহাজান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল, ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক অনিক দাশ, কামরুল, বাবলু সহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে কয়েক জন কৃষক জানান, তাদের ৩ একর জমির ধান পেকে গেছে তিনি ধান কাটা শ্রমিক পাচ্ছিলেন না। এই দুঃসময়ে ছাত্রলীগের ভাইয়ে’রা এগিয়ে এসে আমাদের জমির পাকা ধান কেটে দেয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ শাহিন জানান, মহামারি নোভেল করোনা ভাইরাসের কারনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শ্রমিক সংকট হওয়ায় এবং ধান কাটার শ্রমিক বাহির থেকে আসতে না পারাই যে কারনে বেকাদায় পড়েছে এলাকার ধান চাষীরা।তাই আমরা উদ্যোগ নিয়েছি উপজেলা ছাত্রলীগের সকল সদস্যরা যে সব কৃষক তাদের ধান কাটতে পারবে না, তাদের ধান গুলো উপজেলা ছাত্রলীগের সকল সদস্যরা গিয়ে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবো। আর যতদিন কৃষকের পাকা ধান ঘরে না উঠবে ততদিন আমরা মাঠ থেকে কৃষকের ধান কেটে দেবো।