Header Image

ত্রিশালের বৈলরে কর্মহীনদের মাঝে খাবার দিলেন ইউএনও।

 

আরিফ রববানীঃ

মানুষ চিরঞ্জীব হয়ে থাকেন তাঁদের কর্মের মধ্য দিয়ে, অতীতে যত মহান ব্যক্তি পৃথিবীতে অমর হয়ে আছেন তাঁরা তাঁদের কর্মের মাধ্যমেই অমর হয়ে আছেন। এরই ধারাবাহিকতায় মানুষ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডে ধাবিত হন। কেউ রাজনৈতিক পরিমন্ডলে, কেউবা অর্থনীতিতে, আবার কেউবা সমাজসেবায়, কেউবা শিক্ষায় নিজেকে অম্লান করে রাখতে চায়, যাতে এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেও তাঁদের কর্মকান্ডে তাঁরা বেঁচে থাকতে পারেন। এমনি একজন মানবতার ফেরিওয়ালা, দুরৃণীতি ও অনিয়মের প্রতিবাদী সরকারী কর্মকর্তা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । যিনি ত্রিশালে ইউএনও হিসাবে দায়িত্ব পালন করার পর থেকে মানুষের নানান সমস্যা সমাধানে সকল পেশাশ্রেণীর মানুষ কে সমমুল্যায়নে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার দপ্তর সকলের জন্য উম্মুক্ত। চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে যিনি রাত-দিন বিভিন্ন ইউনিয়ন, পাড়া-মহল্লায় ছুটে চলছেন মানুষকে সচেতনতন করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার আহবান জানিয়ে। একই সাথে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবী দরিদ্রদের খুজে খুঁজে প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় কর্মহীন এসব গরীব হত-দরিদ্র অসহায়দের ঘরে-ঘরে খাবার পৌছে দিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ২৯শে এপ্রিল বুধবার উপজেলার বৈলর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে
কোভিড -১৯ বর্তমান পরিস্থিতিতে সরকারের বরাদ্ধকৃত প্রতি পরিবারকে জি,আর ১০ কেজি চাউল,২কেজি আলু বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা ছাএলীগ সভাপতি হাসান মাহমুদ এবং মোঃ
আছাদুজ্জামান( প্যানেল চেয়ারম্যান ০১) সহ ইউপি সকল সদস্যবৃন্দ।

ইউএনও মোস্তাফিজুর রহমান – দেশের এই কঠিন সময়ে অসহায় গরীব পরিবারের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানান । তিনি বলেন-গরীব অসহায় মানুষের পাশাপাশি মধ্যেবিত্ত পরিবারের খবর নিয়ে আপনারা তাদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করুণ। তিনি বলেন বর্তমান এই কঠিন সময়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই ভাবে অবস্থান নিয়েছেন তা আসলে প্রশংসনীয়। শুধু তাই নয় বর্তমানে আমাদের যার যা কিছু আছে তা নিয়ে সরকারের পাশে দাড়িয়ে সরকারকে সহযোগিতা করা উচিত। আমি ত্রিশালে মানুষ কে বলতে চাই আপনারা নোবেল করোনা ভাইরাস সম্পর্কে আতংকিত না হয়ে সচেতন হয়ে ঘর বসে মোকাবিলা করুণ।
দেশের এই ক্রান্তিলগ্নে ইউএনও’র দেওয়া খাবার পেয়ে স্বস্থির নিশ্বাস ফেলেন সুবিধা ভোগীরা। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!