Header Image

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাটগ্রাম ও হাতীবান্ধায় ৮শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি। তাঁরই ধারাবাহিকতায় পাটগ্রাম ও উপজেলার বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন অসহায় পরিবর্তনসমূহের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৪শ জন কর্মহীন ও গরীব অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিস্তা ব্যাটালিয়ন-২ , রংপুর (৬১ বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুজাহিদুল ইসলাম।
এসময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান ,পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত , বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত , রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মো.ওমর ফারুক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।এছাড়াও হাতীবান্ধার ৪শ পরিবারের মাঝে একই ধরনের জরুরি খাদ্য সামগ্রী বিতরনের খবর পাওয়া গেছে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকার ভোগীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!