Header Image

শ্যামগঞ্জকে জীবাণুমুক্ত রাখতে ২২ দিন ধরে মাঠে সেচ্ছাসেবক

 বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী থেকে শ্যামগঞ্জ এলাকাকে সুরক্ষিত রাখতে গত ২৮ মার্চ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ বণিক নিজ উদ্যোগেই শুরু করেন শ্যামগঞ্জ বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম।পরবর্তীতে এই কার্যক্রমটিকে চলমান রাখতে শ্যামগঞ্জ এর কৃতি সন্তান এডিশনাল এসপি আজহারুল ইসলাম মুকুল ইচ্ছা প্রকাশ করে আর্থিক সহায়তা করেন । এগিয়ে আসেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত শ্যামগঞ্জ এর উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা,সচেতন দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকার উদ্যমী তরুণদের ঐকান্তিক সমর্থন ও সক্রিয় সহযোগিতায় কার্যক্রমটি ব্যাপক গতি লাভ করে। প্রথম পর্যায়ে শ্যামগঞ্জকে দশটি সেগমেন্টে ভাগ করে পুরো এলাকাকে জীবাণুমুক্ত করা হয়। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে অধিকতর সুরক্ষা সামগ্রী সহযোগে দ্বিতীয় পর্যায়ে উক্ত কার্যক্রমটি পুনরায় শুরু হয় ১৮ এপ্রিল, যা অদ্যাবধি চলমান রয়েছে। ইতিমধ্যেই এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক। পরবর্তীতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা গৌরীপুর  উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব সেঁজুতি ধর কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও অনুপ্রাণিত করেন। চলমান কার্যক্রমের প্রশংসা করে ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান তার ফেসবুক পেইজে লিখেন——
ভাল কাজ করার জন্য প্রয়োজন আন্তরিকতা, প্রতিজ্ঞা,দেশপ্রেম ও টিমওয়ার্ক।
আমরা সকলকে অভিনন্দন জানাই। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।
বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য গোবিন্দ বনিক, যারা ইচ্ছা শক্তি ও আন্তরিকতা দিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন অকাতরে। আশাকরি আমরা সবাই এ রকম মানুষদের খুঁজে বের করবো এবং তাদেরকে প্রয়োজনীয় সামাজিক স্বীকৃতি প্রদান করবো—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!