রাকিবুল হাসান ফরহাদঃ
ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া ১নং ওয়ার্ডের ইননছ মন্ডলের বাড়ি, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৪০টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরন করেছেন বিশিষ্ট সমাজসেবক অাব্দুল রাজ্জাক।
শুক্রবার সকালে চাল, তেল,সাবান, মুড়ি, ছোলাবুট,লবন, খাবার স্যালাইন, কর্মহীন মানুষের মাঝে বিতরন করা হয়। এসময় অাব্দুল রাজ্জাক বলেন, করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত তার পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী ও ত্রাণ পেয়ে কর্মহীন লোকজন জানান, অনেককেই তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, কিন্তু দুর্দিনে তাদের পাশে নেতাকর্মীরা নেই। অাব্দুল রাজ্জাকের
সহযোগিতা পেয়ে তারা তাকে থাকে কৃতজ্ঞতাও জানান।