আরিফ রববানীঃ
করোনা ভাইরাসের প্রভাবে ময়মনসিংহের সদর উপজেলায় বহিরাগত শ্রমিকের অভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র কৃষকের ধান কাটার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ীতে দিচ্ছে।
তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১০ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার পরানগজ ইউনিয়নে এক বিধবার ৬০ শতাংশ এবং বোরচর ইউনিয়নের এক অসহায় দিনমজুরের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে পৌছে দেন সিরতা পরাণগঞ্জ খাগডহর বোররচর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্তর পক্ষ থেকে সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজপথের সাহসী ছাত্রনেতা মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে খাগভহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের আল মাহমুদ,পরানগজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কাজী পরাগ,বোরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পরানগজ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, ময়মনসিংহ সদর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের আহ্বায়ক বুলবুল সহ প্রায় একশত নেতাকর্মী ধান কাটায় অংশ নেন ।
ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় জানান-করোনা ভাইরাসের কারণে বহিরাগত কোন শ্রমিক এলাকায় না আসার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ ক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকার মত আমরাও আমাদের প্রিয় নেতা কৃষকবান্ধব রাজনীতিবিদ জননেতা মোহিত উর রহমান শান্ত ভাইয়ের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্র লীগের নেতা কর্মীরা সাধারণ কৃষকের ধান কাটা কার্যক্রম শুরু করেছি।
করোনার এই সংকটময় সময়ে শ্রমিকহীন হয়ে পড়া সাধারণ কৃষকের পাশে ছাত্র লীগ নেতা কর্মীরা এগিয়ে আসায় এলাকার সাধারণ জনগন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকবেলায় কৃষক এবং সাধারণ জনগনকে সচেতনতার পাশাপাশি আগামী দিনেও যেকোন পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগ নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে দাড়াবে বলে খেটে খাওয়া মানুষের আশা।
ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় বলেন- করোনার প্রাদুর্ভাবের কারণে বহিরাগত শ্রমিক না থাকায় চলতি বোরো মৌসুমের ধান কাটতে না পেরে আগামী দিনে যেন দেশ খাদ্য সংকটে না পড়ে,সেই লক্ষ্যে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে।