আরিফ রববানীঃ
করোনা ভাইরাসের প্রভাবে ময়মনসিংহের সদর উপজেলায় বহিরাগত শ্রমিকের অভাবে থাকা অসহায় কৃষকের ধান কাটার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ীতে দিচ্ছে।
তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১লা মে শুক্রবার সকাল থেকে ময়মনসিংহে মোহিত উর রহমান শান্ত ও আবু সাঈদ এর পক্ষে সিরতা ইউনিয়নে এক প্রতিবন্ধী ব্যক্তির
জমির ধান কেটে বাড়ীতে পৌছে দেন সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাজপথের সাহসী ছাত্রনেতা মাসুদ রানা বিজয় এর নেতৃত্বে খাগভহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের আল মাহমুদ,পরানগজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান তৈয়ব, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কাজী পরাগ,বোরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,পরানগজ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, ময়মনসিংহ সদর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের আহ্বায়ক বুলবুল সহ প্রায় একশত নেতাকর্মী ।
ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় জানান-করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে যেন ধান কাটার সমস্যায় আগামী দিনে দেশে খাদ্য সংকট না পড়ে সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ ক্রমে বাংলাদেশের বিভিন্ন এলাকার মত আমরাও আমাদের প্রিয় নেতা কৃষকবান্ধব রাজনীতিবিদ জননেতা মোহিত উর রহমান শান্ত ভাই ও সিরতা ইউনিয়নের জনপ্রিয় রাজনীতিবিদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ ভাইয়ের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্র লীগের নেতা কর্মীরা সাধারণ কৃষকের ধান কাটা কার্যক্রম শুরু করেছি।
করোনার এই সংকটময় সময়ে শ্রমিকহীন হয়ে পড়া সাধারণ কৃষকের পাশে ছাত্র লীগ নেতা কর্মীরা এগিয়ে আসায় এলাকার সাধারণ জনগন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকবেলায় কৃষক এবং সাধারণ জনগনকে সচেতনতার পাশাপাশি আগামী দিনেও যেকোন পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগ নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে দাড়াবে বলে খেটে খাওয়া মানুষের আশা।
ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় বলেন- করোনার প্রাদুর্ভাবের কারণে বহিরাগত শ্রমিক না থাকায় চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট নিরসনের মাধ্যমে ধান কেটে ঘরে তুলে আগামীদিনে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায় কৃষকের ধান কাটতে আমরা একটি সেচ্ছাসেবী কমিটি করেছি। যে কোন কৃষক তাদের ধান কাটতে আমাদের স্মরণ করলে আমরা তার ডাকে সারা দিয়ে ধান কেটে ঘরে তুলে দেবো ইনশাআল্লাহ।।