লালমনিরহাট জেলা পুলিশের সকল সদস্যকে সুরক্ষিত রাখতে দায়িত্বশীল ভুমিকার সাথে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম। তার যোগ্য নেতৃত্বের বহিঃপ্রকাশে জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় রাতদিন কাজ করে যাচ্ছেন জেলার সকল পুলিশ সদস্যবৃন্দ। তারই বাস্তবতায় আজ মে দিবসের প্রথম প্রহরে করোনা ভাইরাসের সংক্রমন থেকে পাটগ্রাম থানা পুলিশের সকল সদস্যকে সুরক্ষিত রাখতে উপযোগী অত্যাধুনিক ইলেকট্রিক পানি ফিল্টার মেশিন উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই মেশিন থেকে স্বাস্থ্য সম্মত প্রয়োজনীয় গরম পানি, স্বাভাবিক পানি ও ঠান্ডা পানি পাওয়া যাবে।যা সকলের প্রয়োজনীয় চাহিদা পুরনে সক্ষম ভুমিকা পালন করবে। এবিষয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সকল পুলিশ সদস্যের পক্ষ থেকে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোছাঃ আবিদা সুলতানা বিপিএম পিপিএম কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।