সিলেটের জৈন্তাপুরে ১লা মে দিবস উপলক্ষে ইফতারের আগ মুহূর্তে অটোরিকশা কাভার্ডভ্যান মালবাহী গাড়ির ড্রাইবার সহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন ওসি শ্যামল বণিক ১মে শুক্রবার বিকেলে জৈন্তাপুরের রাস্তাঘাটে থাকা ড্রাইভার, শ্রমজীবী ও বিভিন্ন পেশাজীবী ১০০ জনের মধ্যে এ উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক থানার এসআই এএসআইগনসহ পুলিশ সদস্যরা। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, পথে ঘাটে যাদের বসবাস আর কর্মব্যস্থ সময় পার করেন এবং দায়িত্ব পালন করত গিয়ে সময় মত ইফতার করার সময় নেই যাদের। আজ ১লা মে দিবসের ভালোবাসায় ইফতারি ও পানি নিয়ে ঐ মানুষের পাশে গিয়ে ইফতার নিয়ে দাড়িয়েছি। অসহায় মানুষগুলো পথে না খেয়ে ইফতার এর সময় পার করবে, একজন নাগরিক হিসেবে আমি তা মানতে পারিনা। তাই আমার সামার্থনুযায়ী চেষ্টা করেছি।