Header Image

হিলিতে আরও একজন করোনা রোগী শনাক্ত

দিনাজপুরের হিলিতে দ্বিতীয়বারের মতো আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে করোনা রোগী সংখ্যা দুই জন। জেলায় মোট ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা আলম আকন্দ (৩২) এক যুবকের নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।
হাকিমপুর (হিলি) উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে এসেছিল।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আক্রান্ত আলম আকন্দ (৩৫) হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওপাড়া গ্রামের কবির আকন্দের ছেলে।
তিনি আরো জানান, তার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা রোগীর বাড়িতে খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। বাকি ৩টি বাড়িতে আগামীকাল খাদ্যসামগ্রী পৌছানো হবে।  যেকোন সমস্যা হলে উপজেলা প্রশাসনের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!