Header Image

করোনায় পাটগ্রামে ৪র্থ দফা এাণ সামগ্রী বিতরণ করলেন আতাউর রহমান প্রধান

 

কামরান হাবিব, রংপুর :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনায় লকডাউন কর্মসুচিতে পবিত্র রমজানে ঘরে আবদ্ধ থাকা কর্মহীন অতিদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি জনাব মোঃ আতাউর রহমান প্রধান এর সৌজন্যে বিতরণ করা হয় । পবিত্র রমজানে অসহায় মানুষের কষ্ট লাঘবে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষদের মাঝে এসব জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ সকালে আমানতুল্যাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয় থেকে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে এই সব জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বিতরনকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পরিবারের পক্ষে মোঃ আরিফুর রহমান লেলিন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান – মেম্বার, প্রভাষক ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ সাদেকুুল ইসলাম সজীব,সোনালী ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, সম্মিলিত জোটের সাধারন সম্পাদক আরাফাত সুলতান কার্নিজ, প্রধান শিক্ষক আবু কাওসার আলম, প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন,মো:আবু জিহাদ প্রধান, মো: মেহেদী হাসান সুজন, মো: উমর ফারুক মেরুল, সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি মো: আতাউর রহমান প্রধান এর সাথে কথা হলে তিনি বলেন আমরা সবাই একটি পবিত্র মাসে অবস্থান করছি এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস। চলমান করনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে আল্লাহর রহমতে আমরা দ্রুত একটা ভালো অবস্থানে ফিরে আসবো ইনশাআল্লাহ।এছাড়াও বর্তমান পরিস্থিতির কথা বিবেচন করে আমাদের সকলের উচিত সামাজিক দুরত্ব নিশ্চিত করে সরকারি নির্দেশনা মেনে অসহায় মানুষের পাশে থাকা। আমার ক্ষুদ্র প্রয়াস থেকে আমি আমার গ্রামের বাড়ি সহ উত্তর অঞ্চলের অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী দায়িত্বশীল ভুমিকা পালনের চেষ্টা করছি । সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আজীবন আপনাদের পাশে থাকতে পাড়ি। রোজার মাসে তার দেওয়া এসব জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকার ভোগিগন খুশিতে আত্নহারা হয়ে মো: আতাউর রহমান প্রধান এর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে সকল কাজে তার সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!