বিশেষ প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তি বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থেকে অপরাধমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে দহগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই রবিউল আলম ও এএসআই আবুল হাসান সহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দহগ্রামের কাতিপাড়া এলাকার বাবলু প্রমানিক এর বাড়ী থেকে ভারতীয় ৩২০ কেজি চাপাতা ও ৯০ কেজি জিরা উদ্ধার করে।এ ঘটনায় মামলা দায়ের করা হলেও আসামি বাবুল প্রামানিক পালাতক থাকায় এখনো তাকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে দহগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান দহগ্রাম কে অপরাধ মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সকল প্রকার অপরাধ ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন আমাদের কৌশলগত অভিযান চলমান রয়েছে।এছাড়াও দহগ্রাম বাসীকে করোনা মুক্ত রাখতে আমাদের বহুমুখী পদক্ষেপ চালু রয়েছে।