আরিফ রববানীঃ
কৃষক বাঁচলে – বাঁচবে দেশ এই শ্লোগান নিয়ে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গঠনের লক্ষে ময়মনসিংহ জেলা এবং মহানগর কৃষক লীগের নেতা কর্মিদের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ কৃষকলীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এম পি এর দিক নির্দেশনায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতাকর্মীরা।
করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে আওয়ামী লীগ,যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই এখন কৃষকদের ভরসা। কৃষকের ধান কাটা, বাড়ি নেয়া ও মাড়াই সহ সব কিছুই করছেন নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় ২রা মে শনিবার জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুলের নেতৃত্বে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ২২নং ওয়ার্ড মধ্য বয়ড়া চাষি মালেক এর ৬৫ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন কৃষকলীগের নেতাকর্মীরা। এ সময় ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি মো: আব্দুর রহিম মিন্টু, সাধারন সম্পাদক মো: গোলাম মোস্তফা ভিপি বাবুল, মহানগর কৃষকলীগের সভাপতি এবি সিদ্দিক, সাধারন সম্পাদক মো: আবুল হাশেম রায়হান, সহসভাপতি মো: নুর আলী তালুকদার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
করোনার এই সংকটময় সময়ে শ্রমিকহীন হয়ে পড়া সাধারণ কৃষকের পাশে কৃষকলীগ নেতা কর্মীরা এগিয়ে আসায় এলাকার সাধারণ জনগন প্রধানমন্ত্রী ও কৃষকলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকবেলায় কৃষক এবং সাধারণ জনগনকে সচেতনতার পাশাপাশি আগামী দিনেও যেকোন পরিস্থিতি মোকাবেলায় কৃষকলীগ নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে দাড়াবে বলে খেটে খাওয়া মানুষের আশা।
কৃষকলীগের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল বলেন- করোনার প্রাদুর্ভাবের কারণে বহিরাগত শ্রমিক না থাকায় চলতি বোরো মৌসুমে শ্রমিক সংকট নিরসনের মাধ্যমে ধান কেটে ঘরে তুলে আগামীদিনে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এম পি এর দিক নির্দেশনায়
শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই ধান কাটার এই কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায় কৃষকের ধান কাটতে আমরা একটি সেচ্ছাসেবী কমিটি করেছি। যে কোন কৃষক তাদের ধান কাটতে আমাদের স্মরণ করলে আমরা তার ডাকে সারা দিয়ে ধান কেটে ঘরে তুলে দেবো ইনশাআল্লাহ।।