কামরান হাবিব, রংপুর :
রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন( ২য় সংশোধিত )প্রকল্প,
মৎস্য অধিদপ্তর,রংপুর এর পুকুর/জলাশয় পূণ:খননের আওতায় জলাশয় খনন কার্যক্রমের অধীন ও জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পাটগ্রাম উপজেলাধীন কুচলীবাড়ী ইউনিয়নের শমসেরপুর মুজিব-ইন্দিরা নগর (৪নং বড়খেঙ্গির ছিট) এলাকায় জলাশয় কবি গোলাম মতিন রুমি নামীয় পুকুরের খনন কাজের উদ্বোধন করেন
লালমনিরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তযোদ্ধা মোঃ মোতাহার হোসেন। এসময়
পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান
মোঃ রুহুল আমিন বাবুল,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় ,৪নং কুচলীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদুল হক, উপজেলা মৎস্য অফিসার দীন মোহাম্মদ, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নীলু সহ দলীয় নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ প্রকল্পটি চলতি অর্থ বছরে ১০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে। এবিষয়ে উপকার ভোগী কবী মোঃ গোলাম মতিন রুমি বলেন বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, দীর্ঘ ৬৮ বছর অবরুদ্ধ থাকার পর এই সরকার আমলে আমাদের ভাগ্য নির্ধারিত হয়েছে। এখন আমাদের পরিচয় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশের নাগরিক। আমরা এখন পরিচয়হীন নই। আমার হাতে গড়া মুজিব ইন্দীরা নগর পরিদর্শন করতে আমি প্রধানমন্ত্রীর কে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাই। সেই সাথে এই পুকুরটি খনন কার্যক্রম শেষ হলে একদিকে বাড়বে মৎস্য উৎপাদন অপরদিকে এটি হবে এই এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র । প্রকল্পটি বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।