by SF News
বিশেষ প্রতিনিধিঃ
গত ২মে ”গৌরীপুরে ভুমিহীন জহুরার ভাগ্যে নেই কোন সাহায্য” শিরোনামে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হলে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের নজরে আসলে ৩ মে বিকেলে জহুরার বোনের বাড়ি বিষমপুর গ্রামে তিনি উপস্থিত হয়ে ব্যক্তিগত অর্থায়নে জহুরার জন্য এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তিন বারের নির্বাচিত পৌর কাউন্সিল আব্দুল কাদির সাংবাদিক হুমায়ুন কবির সাংবাদিক আনোয়ার হুসেন শাহীন সাংবাদিক শাহজাহান কবির প্রমুখ। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে খুশিতে কেঁদে গিয়ে জহুরা খাতুন বলেন আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন আপনাকে অনেক বড় বানিয়ে দেয়। উল্লেখ্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামে বোনের বাড়িতে বসবাস জহুরার। জহুরার বাবার বাড়ি একই ইউনিয়নের ধেরুয়া কড়েহা (লোনাপাড়া)গ্রামের মৃত আমজত আলীর মেয়ে। আমজত আলী এক সময়ের প্রচুর ধন সম্পদের অধিকারী ছিলেন। বর্তমানে নিঃস্ব হয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
Post Views:
২৪৯