
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা তরুণ রাজনীতিবিদ মোহিত উর রহমান শান্তর ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ঘরে থাকা কর্মহীনদের ঘরে-ঘরে মাহে রমজান উপলক্ষে তার পক্ষ থেকে ভাবখালী ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান ৯ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রতি ওয়ার্ডের জন্য বরাদ্ধকৃত এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজার থেকে রবিবার বিকাল ৪ টায় উক্ত খাদ্য সামগ্রী উপজেলার ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ২০ প্যাকেট করে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন-কোতুয়ালী যুবলীগ নেতা গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলম শ্যামল,শরিফুল ইসলাম শরীফ,ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিবুর রহমান হবি,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আহাম্মদ,৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোসলেম উদ্দিন,৮নং ওয়ার্ডের সভাপতি আয়ুব আলী,ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তপন ঘোষ,যুবলীগের যুগ্ম আহবায়ক ইখলাছ উদ্দিন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম, আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল প্রমূখ। এ সময় কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের দায়িত্ব প্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।