আরিফ রববানীঃ:
চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি,করোনা পরিস্থিতি ও মাহের রমাজানে খাদ্যের ভেজাল ও অতিরিক্ত মুল্য নিয়ন্ত্রণ,জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় নিযমিত বাজার মনিটরিং ও জনসচেতনতামোলক অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের নেতৃত্বে এসব অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে ৩রা মে রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তারের নেতৃত্বে নগরীর মাসকান্দা বিসিক শিল্প এলাকাস্থ বিসমিল্লাহ ফুড প্রডাক্টস নামক একটি মুড়ি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । অভিযানে কারখানার মালিক চাঁদ মিনার নামে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে বিসমিল্লাহ্ ফুড প্রডাক্টস এর নামে মুড়ি বিক্রি করায় এবং ২ মাস পুরাতন মুড়ি সংরক্ষন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করে ভ্রাম্যমান আদালত।
ম্যাজিষ্ট্রেট তাসনিম আক্তার জানায়- গত দুই মাস আগেও উক্ত মুড়ি কারখানাকে একই অপরাধে ২৫০০০ টাকা জরিমানা করা হয়
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সকাল থেকে ১টা প্রর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ময়মনসিংহ নগরীর বাজারে অভিযান চালিয়ে, সরকারী আদেশ অমান্য করে কারখানার মালিক চাঁদ মিয়ার নামে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে বিসমিল্লাহ্ ফুড প্রডাক্টস এর নামে মুড়ি বিক্রি করায় এবং ২ মাস পুরাতন মুড়ি সংরক্ষন করায়
তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। তিনি বলেন-জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।