আরিফ রববানীঃ
চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি,করোনা পরিস্থিতি ও মাহের রমাজানে খাদ্যের ভেজাল ও অতিরিক্ত মুল্য নিয়ন্ত্রণ,জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় নিযমিত বাজার মনিটরিং ও জনসচেতনতামোলক অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের নেতৃত্বে এসব অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে ৩রা মে রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে ৩রা মে সকাল ১০,টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি মামলায় , জরিমানা ২১০০০ একুশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের অংশ হিসাবে নগরীর নতুন বাজার , সানকি পাড়া বাজার , কাচি ঝুলি বাজার , কাঠগোলা বাজার , খাগডহর বাজার, ঘুন্টি বাজার , আজমতপুর বাজার , দাপুনিয়া বাজার এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব বাজারে চাল, ডাল, ছোলা, আদা, মাংস সহ অন্যান্য দ্রব্যাদির মূল্য আজকের বাজার দর এর সাথে মিলিয়ে দেখা হয়। যে সকল দোকানে মূল্য তালিকা নেই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখছে সেসব দোকানে জরিমানা করা হ্য়।এছাড়াও দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জনগণকে সামাজিক দুরত্ত বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আইনঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা, ৫টি মামলায় , জরিমানা ২১০০০ একুশ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া নাজনীন। এসময় সেনাবাহিনী সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকতাবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।