
হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘােড়াঘাটে থানা পুলিশ একটি ট্রাক আটক করে ১২০ বােতল ফেন্সিডিলসহ চালক শাহিন ফকির (৫১) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
ঘােড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, সােমবার রাতে যানবাহন তল্লাশীকালে রাত অনুমান ৩ টার সময় উপজেলার ডুগডুগি হাটের তিন মাথা মােড় নামক স্থান থেকে ট্রাক নং বগুড়া ড-১১-১৮৩৮ থেকে ১২০ বােতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এবং ট্রাকের চালক শাহিন ফকিরকে (৫১) আটক করা হয়। আটক চালক শাহিন ফকির বগুড়া জেলার সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত, আশরাফ আলী ফকিরের পুত্র।