ইসমাইল হোসেন সোহাগঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা বৌদ্ধ শান্তি বিহারে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। গত ৩ মে”২০২০ইং রবিবার গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামের শান্তি বিহারে এই হামলার ঘটনা ঘটে।
এবিষয়ে সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিবিবিলা শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মতিলক ভিক্ষু জানান, সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলাতে এই নগ্ন হামলা চালানো হয়েছে। তাই সন্ত্রাসীদের’কে চিহ্নিত করে আইনের আওতায় আনা হউক।এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ জানান, মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ও মন্দির ভাংচুর করার বিষয়টি সরেজমিন পরিদর্শন করে সত্যতা পেয়েছি।থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।