নোভেল করোনা ভাইরাসের বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষথেকে জনসচেতনতা মূলক যে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এরই ধারাবাহিতায় চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ সবজি ও মাছ বাজার সরকারি নীতিমালা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার পরিচালিত হচ্ছে।
আজ ৪ মে”২০২০ইং সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় লোহাগাড়া আমিরাবাদ কাঁচাবা জারের এ দৃশ্য। লোহাগাড়া আমিরাবাদ সবজি ও মাছ বাজারের সমস্ত পাইকারী ও খুচরা বাজার,আড়ত খোলা থাকলেও সেখানে কোন ধরনের জনসমাগম ভিড় দেখা যায়নি। খুব সুন্দর মনোরম পরিবেশে কাঁচাবাজার পরিচালিত হচ্ছে। সে ক্ষেত্রে সরকারি নির্দেশ মতে সামাজিক দূরত্ব বজায় রেখেও ব্যবসায়ীরা নিজেদের কাজ অব্যাহত রেখেছেন। বাজার খুলতেই সেখানে কোন ক্রেতাদের ভিড় না করে সচেতনতা মূলত তিন ফুট দূরত্ব বজায় রেখে সবজি ও মাছ ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে জিনিস পত্র বিক্রি করতে দেখা যায়।
এদিকে বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা মূলক যে সরকারের পক্ষথেক নির্দেশ দেওয়া হয়েছে ও লকডাউন ঘোষনার পর থেকে বাজারে কোন ভাবেই আমরা ক্রেতাদের ভিড় হতে দেখি নাই। ব্যবসায়ীরা খুব সতর্কতা সহিতে ব্যবসায়ীরা দূরত্ব বজায় রেখে ব্যবসা করে যাচ্ছে। পরবর্তী সরকারের পক্ষথেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসে ও এই মহামারি ভয়ংকর করোনা ভাইরাস স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাজার ব্যবসায়ীদের বলা হয়েছে জনসমাগম ভিড় না করে দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখা।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিনিয়তে সহযোগীতা করে যাচ্ছেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ এবং লোহাগাড়া আমিরাবাদ শহর পরিচালনা কমিটি।
কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষথেকে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে, আমাদেরকে সু-শৃঙ্খলার ভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ প্রতি মুহুর্তে বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করার জন্য।
বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দীন বলেন, বাজারে এক জায়গায় বহু মানুষের সমাগম না করার বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষথেকে কঠোর নির্দেশ রয়েছে। ফলে এই বাজার থেকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।