ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
৬ই মে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি ও স্থানীয় উন্নয়নে আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা’র অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
উল্লেখ্য, চারবারের সাংসদ হাবিবুর রহমান মোল্লা (৭৮) ৬ই মে বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।