Header Image

পাটগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী বাজারে গত ৩ মে রাত ৮টার দিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৫টি দোকানঘর পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি।
প্রত্যক্ষ দর্শী ও পাটগ্রাম ফায়ার স্টেশন সূত্র জানায় ৮টায় দিকে বুড়িমারী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সুএপাত হলে মো. জাহিদুল ইসলামের দোকানঘর বিসমিল্লাহ স্টোরে আগুন লাগে।

এ সময় আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে মো. জাহিদুল ইসলামের দোকানঘর বিসমিল্লাহ স্টোরে সেখান থেকে পার্শ্ববর্তী দোকান শ্রী মিন্টু রায়ের রুপম জুয়েলার্স, মো. শাহীন হোসেনের দুটি দোকান মা কসমেটিকস অ্যান্ড ডেকোরেটর ও মো. মমিনুর ইসলামের ভাই ভাই সেলুনসহ ৫টি দোকানঘর মুহুর্তেই আগুনে পুড়ে যায়।
এ সময় দোকানে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও মালামাল পুড়ে যায়। এলাকাবাসী ও পাটগ্রাম ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীগন ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রায় ১ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
এঘটনায় পাটগ্রাম ফায়ার স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় আমারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছি। এ সময় প্রায় ৭ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।’তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন জীবিকার তারনায় বীর মুক্তিযোদ্ধা মো: মোতাহার হোসেন এমপি মহোদয় এর সহযোগিতায় দ্রুত প্রতিষ্ঠানগুলোকে চালু করতে চান। এসময় প্রশাসনের কর্তাবৃন্দ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!