Header Image

সাধারন মানুষের সেবায় কাজ করছে পুলিশের সদস্যরা – এডিশনাল ডিআইজি

ড. মো: আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক সকলেই আইনের কাছে সমান। তাই পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এবিষয়টি পুলিশের মাথায় রাখতে হবে । মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে না বলুন। মাদক শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, পরিবারকেও ধ্বংস করে দেয়। মাদক সেবনকারি তার পিতা-মাতাকেও হত্যা করে। আর কোন মাদকাসক্ত ঐশি যেন তার পিতা-মাতাকে খুন করতে না পারে, সেলক্ষ্যে মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে জানিয়ে ড. মো: আক্কাছ উদ্দিন ভূইয়া বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই কোনোরূপ ছাড় দেয়া হবে না। তবে আইন প্রয়োগ করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও রেঞ্জ পুলিশকে সজাগ থাকতে হবে। মাদক সংশ্লিষ্ট ও তদবির বাজদের আইনের আওতায় আনা হবে । ময়মনসিংহ রেঞ্জে মাদক বিক্রি করতে দেয়া হবে না । শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে । এবং গ্রেফতারের আওতায় আনা হবে । ময়মনসিংহ রেঞ্জে ৯৫ ভাগ মাদক কমেছে । রেঞ্জের সকল পুলিশ অফিসারদের কম্পিউটার ও ল্যাবটপ পরিচালনায় দক্ষ থাকতে হবে । সেলক্ষ বাস্তবায়নে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে । আমাদের প্রথম চ্যালেঞ্জ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা মাদককেও সর্বগ্রাসী হতে দেব না।

পুলিশ বাহিনীকে জনগণের প্রথম ভরসার জায়গায় নেওয়ার প্রত্যয় জানিয়েছেন মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই। কোনো পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সরকারি ত্রাণ বিতরণ এবং ও এমএসের চাল বিতরণে যে কোনো অনিয়ম রোধে ভূমিকা রাখবে পুলিশ। বর্তমানে পুলিশের অনেক সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা কাজে লাগাতে হবে। মাননীয় আইজিপির নির্দেশ বাস্তবায়ন করছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বলেন এডিশনাল ডিআইজি ড. মো: আক্কাছ উদ্দিন ভূইয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!