Header Image

কালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত১: আহত ৫

 

কালিয়া ( নড়াইল) প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার চড় বল্লাহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আলি খান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। বুধবার (৬মে) বিকালে কালিয়া উপজেলার নড়াগাতি থানার চড় বল্লাহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
নিহতের ভাই শানাল খান বলেন, আমাদের জমি নিয়ে আজিজুল ঠাকুরদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আমি সহ আমার ভাই নিহত আলী খান আমাদের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের আজিজুল ঠাকুর,মিকাইল ঠাকুর, সহ ২০-২৫ সহ আরো অনেকে দা,রামদা,লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা হামলা করে।হামলায় আমি সহ ৫জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগন্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলী খানকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকছানা খাতুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটে।এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।হত্যাকান্ডে জরিতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!