কালিয়া প্রতিনিধি :
সারা দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন লাঁফিয়ে বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশে চলছে অঘোষিত লকডাউন। ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের ৫০০টি অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোম,মঙ্গল ও আজ বুধবার তিন দিনব্যাপি ইউনিয়নের প্রতিটি গ্রামে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস ছালিমা খাতুনের সভাপতিত্বে ও ব্যারিষ্টার নাফিউল মজিদের সঞ্চালনায় এ ত্রাণ বিতরন শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকসানা খাতুন,পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু, এসআই মনির, মুলশ্রী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মল্লিক মাহমুদুল ইসলাম, ইউপি সদস্য মো: আরিফুর রহমান, কালিয়া উপজেলা প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাচিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।