Header Image

ঢাকার সাভারে আশুলিয়া বাজার পরিদর্শন করতে গিয়া ম্যাজিস্ট্রটের ওপর হামলার চেষ্টা

মৃদুল ধর ভাবন,আশুলিয়া সাভারঃ

ঢাকার সাভারে আশুলিয়ার বাজার পরিদর্শন করতে গিয়া হামলার শিকার হয়েছেন আশুলিয়ার নির্বাহীএবং অন্যরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলার কতিপয় অসাধু ব্যক্তি ।আশুলিয়া সন্ত্রাসীরা লিখিত অভিযোগের বিভিক্তে আশুলিয়া থানায় মামলা দায় করা হয়েছে ।বুধবার{ ৬মে}সকাল১০টার দিকে আশুলিয়ার হাটবাজার পরিদর্শনে করতে গেলে এই হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার সাথের লোক ।
বুধবার বিকালে হামলার ঘটনায় আশুলিয়া থানার রাজস্ব সার্কেলে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী নাজির ও মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিকালে হামলার ঘটনায় আশুলিয়া রাজস্ব সার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত এজাহার দায়ের করলে ৩৩২/৪২৭/৫০৬ ধারায় থানা মামলা (মামলা নং-০৬, তারিখঃ ০৬-০৫-২০২০ ইং) এন্ট্রি করে।
মামলার এজাহারে বাদী মোঃ ইকবাল হোসেন জানান, আজ (বুধবার) সকাল সাড়ে নয়টার সময় সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মহোদয়ের সাথে আশুলিয়া হাটবাজারের অবস্থা দর্শণ করতে যাই। দর্শণকালে সাদা টি-শার্ট ও প্যান্ট পরা একজন লোককে নাম ঠিকানা জিজ্ঞেস করা হলে, সে ও আরেকজন সবুজ লুঙ্গি এবং কমলা রঙ এর টি-শার্ট পরা লোক আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং সরকারী কার্য সম্পাদনে বাধা প্রদান করে। এসময় আমাদের মাঝে কথা কাটাকাটি শুরু হলে “তোদেরকে আজকে শেষ করে দিবো” এবং “কিভাবে তোরা এখান থেকে ফেরত যাস” এসব বলে হুমকি দিয়ে আঘাত প্রদান করে। আঘাত করার ফলে এসময় আমার হাত থেকে মোবাইল পড়ে ভেঙ্গে যায়। তখন ওই দুইজন ব্যক্তি আরো অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন লোক ডেকে এনে আকস্মিকভাবে আমাদের উপর আক্রমণ করে এবং এলোপাথারি আঘাত করে।এজাহারে বাদী আরও উল্লেখ করেন, স্থানীয় লোকদের পূর্ব পরিকল্পনা ছাড়া একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এ ধরণের সংগঠিত হামলা চালানো সম্ভব না বলে আমি মনে করি। এসময় আমাদের সরকারী গাড়ি কাছে থাকার কারণে আমরা সেখান থেকে দ্রুত সরে যেতে সমর্থ হই। পরে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি উক্ত স্থানে ১। রুহুল মাদবর, পিতা- মৃত মজুল মাদবর, ২। আবু তালেব বাবু, পিতা- মৃত মজুল মাদবর, ৩। আলামিন মাদবর, পিতা- আলি মাদবর, সর্ব সাং টঙ্গাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা এবং ৪। বিপ্লব সাহা, পিতা- মৃত হরিদাস সাহা, ঠিকানা- দক্ষিণপাড়া, সাভার, ঢাকা সহ অজ্ঞাতনামা বেশ কিছু স্থানীয় বাজারের দোকানদার এই ষড়যন্ত্র এবং আক্রমণে লিপ্ত ছিলো।
এব্যাপারে, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, নিয়মিত হাটবাজার পরিদর্শন করা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর রুটিন কাজের অংশ। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সকালে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে এজাহারে উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাদের উপর হামলা করে। ঘটনার আকস্মিকতায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসি। পরে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি বিষয়টা স্থানীয় একটা কুচক্রী মহলের ষড়যন্ত্র এবং পূর্ব পরিকল্পনার অংশ ছিলো।
আশুলিয়া থানায় এব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, আশুলিয়া হাটবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তাদের উপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা এন্ট্রি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে সড়কের পাশের সকল হাটবাজারগুলি ঢাকা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে নিকটস্থ স্কুলের মাঠে অস্থায়ীভাবে সরিয়ে আনার নির্দেশনা দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!