
খায়রুল আলম রফিকঃ
ময়মনসিংহের ত্রিশালে স্বামীর ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক গৃহবধূ। নির্যাতনের ঘটনায় ভূক্তভোগী এই নারী বুধবার বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন । কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওই গৃহবধূ ফেরদৌসী বেগম জানান,তার স্বামী রফিকুল ইসলাম ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে এমএলএসএস পদে কর্মরত । তাদের ২মেয়ে ও এক ছেলে রয়েছে । রফিকুল ইসলাম তাদেরকে ভরণ- পোষন দেয় না । গত ৫ মে রাতে মঠবাড়িস্থ গ্রামের বাড়িতে রফিকুল ইসলাম তাঁকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তার যৌনাঙ্গসহ কোমড়েরর নিন্মাংশে বেধরক পেটায় রফিকুল । নির্যাতনের একপর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন ফেরদৌসী বেগম অভিযোগ করে বলেন, রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রয়েছে । রফিকুল ইসলাম নান্দাইলসহ বিভিন্নস্থানে চাকুরি করাকালীন সময়ে আরো বিয়ে করেছিল । একপর্যায়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ।
ত্রিশালের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে কমিউনিটি ক্লিনিকের একজন স্টাফের এহেন ঘটনা খুবই দুখ:জনক । তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাই ।
এ বিষয়ে রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামন্য একটু পিটিয়েছি, সে ভাল না, মামলা করুক আমি দেখবো। এ বিষয়ে মানবাধিকার কর্মী ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন জানায়, এটা খুব দুঃখজনক বিষয় ভোক্তভোগী যেন ন্যায় বিচার পায়। জানাযায়, নির্যাতনের শিকার গৃহবধূ ফেরদৌসী বেগমের দায়েরকৃত মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা ত্রিশাল থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুল কাইয়ুম । এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. সুমন জানান, অভিযোগ পেয়েছি । তদন্ত অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে । যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।