স্টাফ রিপোর্টার, রংপুর :
দিনাজপুরের ঘোড়াঘাটে মেয়েকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতিদিনের ন্যায় একই ঘরে মা-বাবা এবং মেয়ে ঘুমিয়ে পড়েন।
মা ও মেয়ে খাটের উপরে এবং বাবা মেঝেতে শুয়ে ছিলেন কিন্তু গভীর রাতে হঠাৎ করে বাবা নিজেই তার মেয়েকে ধর্ষণ চেষ্টা করলে মেয়ে চিৎকার দিয়ে উঠে। মেয়ের চিৎকারে মা ও চিৎকার দিতে থাকেন। এসময় প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর বাবাকে আটক করে পুলিশকে খবর দেন।
এবিষয়ে অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম জানান, অভিযুুক্ত বাবাকে পুলিশ আটক করে হয়েছে। তিনি ঘটনার বিস্তারিত বলেছেন।আমরা বুধবার দুপুরে ওই ব্যক্তিকে দিনাজপুর আদালতে প্রেরণ করেছি।